ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

সিলেটে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর) করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার দিনগত মধ্যরাতে ৬৫ বছর বয়েসি এ বৃদ্ধ মারা যান। তিনি সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় বাস করতেন। তার মূল বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সময়ের আলোকে বলেন, করোনার উপসর্গ নিয়ে দু’তিন দিন আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার শ্বাসকষ্ট বেশি ছিল। বুধববার দিনগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মহাপাত্র বলেন, ওই ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করে স্বাস্থ্যবিধি মোতাবেক তার দাফন করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

ads

Our Facebook Page